UDVASH HSC ICT Full Course

UDVASH HSC ICT Full Course

Category : Others
Language : BANGLA
Total Size : 5 GB
Uploaded By : Admin
Date uploaded: : 23 Jan 2024
Last Update : 23 Jan 2024
Total View : 36

UDVASH HSC ICT ফুল কোর্স

HSC এর শুরু থেকেই HSC ICT বিষয়ে দৃঢ় প্রস্তুতি নেওয়া জরুরি। মূলত এ লক্ষ্যেই সঠিক দিকনির্দেশনা এবং গোছানো কোর্স প্ল্যানের আলোকে HSC-2025 বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিভাগের জন্য অনলাইন/কম্বো ব্যাচের সমন্বয়ে উদ্ভাস এর আয়োজন- “HSC ICT ফুল কোর্স। যার মাধ্যমে তোমরা একাদশ-দ্বাদশ শ্রেণির ICT বিষয়ের সম্পূর্ণ সিলেবাস আয়ত্ত করতে পারবে। যা তোমাদেরকে সহজেই অন্যদের থেকেও এগিয়ে রাখবে। You Can Learn Accounting with Zoho Books 2023 Bangla Course Free Download

ভবিষ্যৎ পৃথিবীর কথা চিন্তা করলে পাঠ্য সূচিতে ICT’র মতো বিষয়কে অন্তর্ভুক্ত রাখা একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু বিষয়টি নিয়ে তোমাদের অনেকের মধ্যেই এক প্রকার ভীতি কাজ করে। অনেকেই বোর্ড পরীক্ষা বা ভর্তি পরীক্ষাতে অন্য বিষয়ের মতো ICT-তে ভালো করতে পারো না। অনেকেই আবার স্বপ্ন দেখো Software Engineer বা Web Devloper হবে কেউবা আবার স্বপ্ন দেখো IT Professional হওয়ার! যাই হতে চাও না কেন এক মাত্র যথার্থ দিকনির্দেশনা ও প্রত্যহ অনুশীলনই তোমার সে স্বপ্ন যাত্রার সহায়ক হবে।

HSC ICT বইয়ের কিছু অধ্যায়ে অনেক টপিকই আছে যেগুলো BUET এর কোনো কোনো ডিপার্টমেন্টে ১ম বর্ষে, আবার কোনো কোনো ডিপার্টমেন্টে সেটা ২য় বা ৩য় বর্ষেও পড়ানো হয়। অনেকে এই ভেবে আতঙ্কিত হতে পারে, যে সকল টপিক বুয়েটে পড়ায়, সেগুলো তোমরা আয়ত্ত করতে পারবে কিনা। এজন্য HSC এর শুরু থেকেই এই বিষয়ে দৃঢ় প্রস্তুতি নেওয়া জরুরি। মূলত এ লক্ষ্যেই সঠিক দিকনির্দেশনা এবং গোছানো কোর্স প্ল্যানের আলোকে HSC-2025 বিজ্ঞান, মানবিক, বাণিজ্য সকল বিভাগের জন্য অনলাইন/কম্বো ব্যাচের সমন্বয়ে উদ্ভাস এর আয়োজন- “HSC ICT ফুল কোর্স”। যেখানে থাকছে স্মার্ট বোর্ডের মাধ্যমে সপ্তাহে ২ দিন Live Interactive Class, আগের দিনের ক্লাসের উপর Daily Live & Practice Exam অনুষ্ঠিত হবে (অনলাইন), প্রতি মাসে Monthly Live Exam (অনলাইন + ইনব্রাঞ্চ), কোর্স শেষে Subject Final Live Exam (অনলাইন + ইনব্রাঞ্চ)। যার মাধ্যমে তোমরা একাদশ-দ্বাদশ শ্রেণির ICT বিষয়ের সম্পূর্ণ সিলেবাস আয়ত্ত করতে পারবে। যা তোমাদেরকে সহজেই অন্যদের থেকেও এগিয়ে রাখবে।

 কোর্সের উল্লেখযোগ্য সেবাসমূহ:

  • HSC-ICT এর সম্পূর্ণ সিলেবাস পড়ানো হবে।
  • স্মার্ট বোর্ড এর মাধ্যমে সপ্তাহে ২ দিন (শুক্রবার,শনিবার) Live Interactive Class অনুষ্ঠিত হবে।
  • আগের দিনের ক্লাসের উপর Daily Live & Practice Exam অনুষ্ঠিত হবে (অনলাইন)
  • প্রতি মাসে Monthly Live Exam (অনলাইন + ইনব্রাঞ্চ)
  • কোর্স শেষে Subject Final Live Exam (অনলাইন + ইনব্রাঞ্চ)
  • প্রতিটি অনলাইন ক্লাসের মাল্টি-কালার pdf ক্লাসনোট প্রদান করা হবে।
  • প্রতিটি অনলাইন ক্লাসের রিপ্লে ভিডিও বোর্ড পরীক্ষা পর্যন্ত শিক্ষার্থীদের আইডিতে সংরক্ষিত থাকবে।
  • এক্সপার্ট টিচার প্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক Q&A সেবা প্রদান করা হবে।
  • প্রতিটি পরীক্ষার উত্তরপত্রের কেন্দ্রীয় মূল্যায়ন।
  • প্রতিটি পরীক্ষার এনালাইসিস রিপোর্ট ও Auto SMS এ রেজাল্ট প্রদান।

 

UDVASH HSC ICT Full Course

Comments (0)

Related Post